২১ নভেম্বর ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধের চেতনায় জঙ্গি মুক্ত অ-সাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয় নিয়ে উপজেলা প্রশাসন ও মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে একাত্মতা ঘোষণা করেন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ স্বাধীনতার পক্ষের সর্বস্তরের জনতা।
৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের দিবসের সূচনা হয়ে সকালে জাতীয় উপজেলা চত্তরে পতাকা উত্তোলন, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, বিজয় র্যালী শেষে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে অভিবাদন গ্রহন, শিক্ষার্থীদের কুজকাওয়াজ প্রদর্শণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা প্রদান, প্রীতি ম্যাচ, দেশ ও জাতির কল্যানে দোয়া ও প্রার্থনা, নারীদের আলোচনাসভা ও ক্রিড়া প্রতিযোগিতা, প্রযুক্তির সার্বজনীন ব্যবহার ও মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, আলোকসজ্জার মধ্য দিয়ে ৪৯তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার সকালে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠের স্বাধীনতা মঞ্চে বিজয় দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রীয় সালাম গ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, থানা অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া।
জনগনের উদ্যেশ্যে বিজয় দিবসের শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস এর সভাপতিত্বে বিজয় দিবসের বর্নাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন, বরিশাল জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট রনজিত কুমার সমদ্দার, সংরক্ষিত মহিলা সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আইয়ুব আলী মিয়া, অধ্যাপক (অবঃ) লিয়াকত আলী হাওলাদার, সিরাজুল হক সরদার, জাতীয় পার্টির সভাপতি ও মুক্তিযোদ্ধা সিরাজুল হাক মিয়া সরকারী কর্মকর্তাগন, ইউপি চেয়ারম্যানসহ সর্বস্তরের জনগন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।