২১ নভেম্বর ২০২৫, ০৬:২০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামীলীগ।
সোমবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্য ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেঃ কর্নেল (অব:) ফারুক খান (এমপি), ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ কবির হোসেন উপস্থিত ছিলেন।
এরপর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ (এমপি) শ্রদ্ধা জানান।
এর আগে রাত বারোটা এক মিনিটে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানায়।