২০ নভেম্বর ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী নবগ্রাম মডেল হাই স্কুলের ১৯৭৯ সালের এসএসসি ব্যাচ ছাত্র-ছাত্রীদের ৪০ বছর পূর্তি পূর্নমিলনী অনুষ্ঠান ২০১৯ এর প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নবগ্রাম স্থানীয় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ১৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে নবগ্রাম মডেল হাই স্কুলের ১৯৭৯ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন ছাত্র আনিছুল হক মিঞার সভাপতিত্বে পূর্নমিলনী অনুষ্ঠানের প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় আগামী ২৭ ডিসেম্বর সকাল ৯টায় ঢাকার বনানীস্থ একই ব্যাচের ছাত্র এমদাদুল হকের নিজ বাড়ী উক্ত পূর্ন মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়।
উক্ত প্রস্তুতি মূলক আলোচনা সভায় নবগ্রাম মডেল হাই স্কুলের প্রসক্ত ছাত্র আনিসুল হক মিঞা, এম এ কুদ্দুস খান, মো: হেমায়েত উদ্দীন হিমু, মো: ইউনুস মিঞা স্বপন, আব্দুল মতিন খান, বাবুল মল্লিক, সাইদুর রহমান,আলমগীর হোসেন, নজরুল ইসলাম বাবুল, সাইদুর রহমান মৃধা, কবির হোসেন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।