২১ নভেম্বর ২০২৫, ০৫:১১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি॥
প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত জাতীয় শ্রেষ্ঠ যুব সংগঠন ধ্রুবতারা’র কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হলেন রিয়াজুল ইসলাম বাচ্চু। গত ৯ ডিসম্বের ঢাকায় খামার বাড়ি কৃষিবিদ ইন্সটিটিউট কনভেনশন সেন্টারে জাতীয় যুব কংগ্রেস-২০১৯ এ ৫১ সদস্য বিশিষ্ট্য কেন্দ্রীয় কমিটির ঘোষনা করা হয়। এতে কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক শিক্ষা সচিব এন আই খান ও প্রধান মন্ত্রী কর্তৃক ঘোষিত জাতীয় শ্রেষ্ঠ সংগঠক ও শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক অমীয় প্রাপন চক্রবর্তী(অর্ক) সাধারণ সম্পাদক নির্বাচিত হন। উক্ত কমিটিতে ২য় মেয়াদে প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন ধ্রুতারার ঝালকাঠি জেলা শাখার সভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চু।তিনি ঝালকাঠি সদর উপজেলার রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজে অধ্যাপনা করেন।তিনি জাতীয় ও স্থানীয় দৈনিক-এ সাংবাদিকতাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।তিনি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন।