২১ নভেম্বর ২০২৫, ০৩:২২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোবারক হোসেন, খাগড়াছড়ি: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ’ নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে।
৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ করা হয়। ‘পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ’ নামের সংগঠনটির আহবায়ক আলকাছ আল মামুন ভূঁইয়া জানান, পাহাড়ি-বাঙালি ভেদাভেদ ভুলে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত নিপীড়িত ও বঞ্চিত মানুষের স্বার্থ রক্ষায় কাজ করবে এই সংগঠন।
এসময় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য নাগরিক পরিষদসহ অন্যান্য সংগঠন বিলুপ্ত করা হয়।
তবে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ, নতুন সংগঠনের অঙ্গ সংগঠন হিসেবে কাজ করবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।