২০ নভেম্বর ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ তহিরুল ইসলাম নিজস্ব প্রতিনিধি::-
প্রেমে পড়ার কোন বয়স নেই এই অনুভুতিটি মানে না কোন নিয়ম নীতি। প্রেম নিয়ে ইতিহাসে রয়েছে অনেক কল্পকাহিনী রয়েছে অনেক চরিত্র। তবে সেসব এখন অতীত বর্তমানে অনেকেই টাইম পাস করার জন্য কিংবা বন্ধুদের সঙ্গে বাজিতে জিতার জন্যও প্রেম করে অনেকেই। আর যেসব অনুভূতি কী আসলেই প্রেম? নাকি নিছক দুষ্টামি? এমন প্রশ্নের উত্তর খুজঁতে মাঠে নামেন আমেরিকার ওয়েস্টান বিশ্ববিদ্যালয়ের কয়েকজন মনোবিজ্ঞানী। তারা প্রায় ১০০জন নারী এবং পুরষের উপর এমন পরীক্ষা করে দেখেন। কিন্তু পরীক্ষার যে ফল তাদের সামনে এসেছে সেটি দেখে রীতিমতো চমকে যাবেন সবাই। তাদের সার্ভে অনুযায়ি প্রতি ১০০ জনের মধ্যে ৭৫ জন মেয়েই তাদের পার্টনারের সঙ্গে চিটং করে। বিয়ের সম্পর্কের বোঝা বইতে বইতে ক্লান্ত মহিলারা ভালোবাসার খোঁজে এই নতুন সম্পর্কের জড়ান। প্রতি ১০০ জনের মধ্যে চল্লিশজন মহিলাই জানিয়েছেন অচেনা পুরুষদের সঙ্গে প্রেমর কথা বললে তারা একধরনেই এনার্জি পান। এরফলে নিজের স্বামীদের সঙ্গেও তারা ভালো সময় কাটান।