২১ নভেম্বর ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় কৃষক পূর্ণবাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ২৭ নভেম্বর উপজেলা টাউন হলে বিভিন্ন ইউনিয়নের ২০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভুট্টাবীজ ও সার বিতরণ করা হয়।
মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা কৃষি অফিসার রেটিনা চাকমা, গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষক।
জানা যায়, মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৩৫ জন, সিন্দুকছড়ি ইউনিয়নে ৫০ জন, মুবাছড়ি ইউনিয়নে ৪০ জন, ক্যায়াংঘাট ইউনিয়নে ৪০ জন ও মাইসছড়ি ইউনিয়নের ৩০ জন প্রান্তিক কৃষকের মাঝে ২ কেজি ভুট্টার বীজ, ২০ কেজি টিএসপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রেটিনা চাকমা। তিনি ভুট্টা চাষ পদ্ধতি, বাজারজাত করণের উপায় ও ভুট্টার গুনাগুণ নিয়ে আলোকপাত করেন।