২১ নভেম্বর ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেস্ক::
বহুল আলোচিত গুলশানের হলি আর্টিজান হামলা মামলার রায় ঘিরে কঠোর অবস্থান ও নজরদারিতে রয়েছে বরিশালের প্রশাসন। রায়কে কেন্দ্র করে নগরীর প্রবেশদ্বারসহ বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট।
জানা গেছে, এ মামলার রায়ের ঘোষণা কেন্দ্র করে বরিশালে কয়েকদিন ধরে ১৫/১৬ চেকপোস্টের মাধ্যমে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। তবে বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ওই মামলার রায়ের দিন হওয়ায় চেকপোস্ট বাড়িয়ে ২৪/২৫ টি করা হয়েছে। এতে পুলিশের নিয়মিত পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ দায়িত্ব পালন করছে। নগর পুলিশের পাশাপাশি জেলার প্রত্যেক থানায় থানায় ৫/৬ টি করে টিম নজরদারিতে কাজ করছে। এছাড়াও নগরীর হোটেল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হলগুলো তল্লাশি করা হচ্ছে।
বুধবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান। এসময় তিনি জানান, রায়ের কথা মাথায় রেখে আমরা কয়েকদিন থেকেই সর্তকতা অবস্থানে রয়েছি। তবে বুধবার নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। তিনি আরো বলেন, জঙ্গিরা যেন কোনো ধরনের ধ্বংসাত্মক কাজ না করতে পারে সে বিষয়েও সতর্ক অবস্থানে আছে মেট্রোপলিটন পুলিশ ।
বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিডি বুলেটিনকে জানান, গুলশানের হলি আর্টিজান হামলা মামলার রায় কে কেন্দ্র করে বরিশাল জেলাজুড়ে পুলিশের কঠোর নজরদারিতে রয়েছে। পুলিশের বিশেষ টিমসহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা ( ওসি) বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি গোয়েন্দারাও এ বিষয়ে তৎপর রয়েছে।