২১ নভেম্বর ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়া থানায় ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। থানার উদ্যেগে মঙ্গলবার বিকেলে সাড়ে ৪টায় থানা চত্ত্বরে আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব হাওলাদার। এসময় বক্তব্য রাখেন ওসি (তদন্ত) নকিব আকরাম, এসআই নাসির উদ্দিন প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, মামলা গুলো দ্রুতগতিতে তদন্ত করে চার্জশিট আদালতে প্রেরনের নির্দেশ দেন। থানায় এসে অযথা কোন নিরিহ ব্যক্তি যেন পুলিশ দ্বারা হয়রানি না হয় সেদিকে সবার নজর রাখতে হবে। লোকজন থানায় এসে পুলিশের সেবা পেয়ে খুশি হয়।