২১ নভেম্বর ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ তহিরুল ইসলাম নিজস্ব প্রতিনিধি::-
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ দুর্বলতার কারণে সড়ক পরিবহন আইন বাস্তবায়ন কিছু কিছু ক্ষেত্রে শিথিল করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টাস্কফোর্স কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন এই আইন বাস্তবায়নে নতুন করে চার সচিবের নেতৃত্বে চারটি উপ-কমিটি করা হয়েছে। তারা আগামী দুই মাসের মধ্যে সুপারিশ ও অ্যাকশন প্লানসহ প্রতিবেদন জমা দেবে। পরে টাস্কফোর্স কমিটির সভায় তা উপস্থাপন করা হবে। সেখানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। এসময় আগামী বছরের ৩০ জুনের মধ্যে ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ আর গাড়ির ফিটনেস ঠিক করার সময় বেঁধে দিয়ে নতুন সড়ক পরিবহন আইনের বাকি সব ধারা কার্যকর থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।