শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ১১:২৯ পূর্বাহ্ন
বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধি:-
বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে গৈলা ইউনিয়ন পরিষদ মাঠে ওই ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুর মোহম্মাদ গাজীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাবু সুনীল কুমার বাড়ৈ। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, সাবেক ভাইস চেয়ারম্যান জসিম সরদার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ শিকদার, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, গৈলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হালিমুজ্জামান হালিম, যুবলীগ সহ-সভাপতি লিটন আব্দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুস্তুম সেরনিয়াবাত, আঃ সাত্তার মোল্লা, নিত্যনন্দ মজুমদার, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারন সম্পাদক অনিমেষ মন্ডল, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, রত্নপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির পাইক, ছাত্রলীগ নেতা মাহমুদুল ইসলাম সাগর সেরনিয়াবাত, কলেজ ছাত্রলীগ সাধারন সম্পাদক সৌরভ মোল্লা প্রমুখ।