২১ নভেম্বর ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
উন্নয়নে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশের যতটুকু সফলতা সবটুকুই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বদৌলতে সম্ভব হয়েছে আগামী দিনেও হবে।
মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা তার কর্মী হিসেবে আপনাদের প্রাপ্য সেবা পৌছে দিতে পারছি। শুক্রবার সকালে পশ্চিম চর উমেদ ইউনিয়নে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধান অতিথী এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব দিদারুল ইসলাম অরুন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌর আওয়ামী লীগ সভাপতি ফকরুল আলম হাওলাদার,অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি/ সম্পাদক, ইউনিয়ন যুবলীগ আহবায়ক শাহীন মাতাব্বর,ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি/সম্পাদকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।