২১ নভেম্বর ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ আমিনুল ইসলাম দামুড়হুদা বিশেষ প্রতিনিধি::-
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় অংকুর আদর্শ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনাও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে দর্শনা অংকুর আদর্শ বিদ্যালয় প্রাঙ্গণে স্কুলের অধ্যক্ষ হাজী মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক প্রশাসক ও বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মাহফুজুর রহমান মনজু। এসময় তিনি বলেন বিদায় কথাটি আসলেই বেদনাদায়ক কিন্তু এটা আসলে সেই বিদায় না। এটা হচ্ছে আনন্দের বিদায় উপরের ধাপে যাওয়ার বিদায়। তাই আজকের এই দিন তোমাদের কোন প্রকার দুঃখঃ কষ্টের বিষয় না। তবে তোমাদের যে শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাবৃন্দ আছেন তারা তোমাদের মা-বাবার মতো। তাই তোমাদের ভালোর জন্য তারা হয়তো অনেক সময় শাসন করছে। কিন্তু এই সবই তোমাদের ভালোর জন্য। তোমরা নিশ্চয় যানো যে বর্তমান প্রধান মন্ত্রী দেশ নেত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আজ দেশের ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি কিন্তু তার চেষ্টার মাধ্যমেই আজ দেশের এতো উন্নয়ন ঘটিয়েছে। তাই তোমরা ছাত্র-ছাত্রীরা সকলে শপথ নাও যে তোমরাও সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য কাজ করবে। দেশের উন্নয়নে সহায়তা করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেনবিশেষ অতিথি- বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, হাজী খালেক উজ্জামান, রবিউল আলম বাবু, আবু জাফর, শফিকুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবক বৃন্দ।