২১ নভেম্বর ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা!
চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্সের জন্য মানুষের উপচে পড়া ভিড়।

চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্সের জন্য মানুষের উপচে পড়া ভিড়।

এস এম আবির আহমেদ বিআরটিএ এন্ড কোট চুয়াডাঙ্গা::-

সড়ক পরিবহনে নতুন আইন পাশ ও শাস্তির মেয়াদ এবং জরিমানার হার বৃদ্ধিতে চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্সের জন্য মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। এছাড়া অফিসের পাশেই ব্যাংকে লাইন ধরে মানুষ টাকা জমা দিচ্ছেন। বিআরটিএ চুয়াডাঙ্গা অফিসের সামনে ড্রাইভিং লাইসেন্স আর রেজিস্ট্রেশনের জন্য শত শত মানুষ ভিড় দেখা যায়। সড়ক পরিবহনে নতুন আইন পাশ এবং অনেক হারে জরিমানা বাড়ায় বিআরটিএ আফিসে ভিড় করছে সাধারণ মানুষ। তাছাড়া ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ির রেজিস্ট্রেশন হবে না এ কারণে ড্রাইভিং লাইসেন্স আবেদনকারীর সংখ্যা বেড়েছে অনেক গুণ। গত শুক্রবার থেকে কার্যকর হয়েছে বহুল আলোচিত সড়ক পরিবহন আইন। এই আইনে সড়কে নিয়ম ভঙ্গের জরিমানা বেড়েছে কয়েকগুণ থেকে হাজার গুণ পর্যন্ত। ড্রাইভিং লাইসেন্স কিংবা ফিটনেসে সনদ না থাকলে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে নতুন আইনে। সেই সঙ্গে ছয় মাস পর্যন্ত কারাদণ্ডও হতে পারে। আগে এ অপরাধের জরিমানা ছিল মাত্র ৫০০ টাকা। এ ব্যাপারে চুয়াডাঙ্গা বিআরটিএ কার্যালয়ের মটরযান পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম জানান নতুন সড়ক পরিবহন আইনে জরিমানার পরিমাণ বেড়ে যাওয়ায় মোটরসাইকেলসহ হালকা যানবাহনের লাইসেন্স পেতে ভিড় বেড়েছে। ড্রাইভিং পরীক্ষার ব্যাপারে জিজ্ঞাসা করলে মটরযান পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বলেন এখন সপ্তাহে ১ থেকে ২ দিন পরীক্ষা নেয়া হচ্ছে। কিন্তু চাপ বাড়ার কারণে ২০২০ সালের জানুয়ারি মাস থেকে এই পরীক্ষা সপ্তাহে ৩/৪ দিন নেয়ার সিদ্ধান্ত নেয়া হবে। চুয়াডাঙ্গা ট্রাফিক ইন্সপেক্টর মোঃ শাহাবুদ্দিন জানান শুধু মটরসাইকেল চালক নয় অন্য আরোহীকেও হেলমেট ব্যবহার করতে হবে। তা না হলে আরোহীও একই দণ্ডে দণ্ডিত হবেন। তিনি আরও জানান নতুন আইন কার্যকর হওয়ায় বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া অনেকে যানবাহন চালানো থেকে বিরত থাকছেন। রাস্তায় মোটরসাইকেলের সংখ্যা অনেক কমেছে।
Show quoted text

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019