২১ নভেম্বর ২০২৫, ০২:২২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোবারক হোসেন, খাগড়াছড়ি। : মাটিরঙ্গা সরকারি ডিগ্রি কলেজে লাইব্রেরীর বই ও ল্যাবরেটরী নানা সরঞ্জাম বিতরণ করেছেন গুইমারা রিজিয়ন কমান্ডার। গতকাল সকালে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের হলরুম সজ্জিতকরন, লাইব্রেরীর বই ও ল্যাবরেটরী সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান। রিজিয়ন কমান্ডার বলেন, বর্তমান সরকার পাহাড়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে, পাহাড়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে। কলেজ ক্যাম্পাসকে মাদকমুক্ত ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহবান জানান রিজিয়ন কমান্ডার।
মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল নওরোজ নিকোশিয়ার, উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম. হুমায়ুন মোরশেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।