২১ নভেম্বর ২০২৫, ০১:২৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
জলিলুর রহমান স্টাফ রিপোর্টার :আজ ভয়াল ১৫ই নভেম্বর। এ দিনটি উপকূলবাসীর সিডর দিবস। ২০০৭ সালের এ দিনে প্রবল শক্তি নিয়ে উপকূলে আঘাত হানে সুপার সাইক্লোন ঘূর্নিঝড় সিডর। এ উপলক্ষে জেলা প্রশাসন ও বরগুনা প্রেসক্লাবসহ সর্বস্তরের মানুষ এ সিডরে নিহতদের স্মরণে শোক র্যালি, শোক সভা ও নিহতের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভে পূষ্পামালা প্রদান করেন।
শুক্রবার সকালে শোক র্যালিতে অংশগ্রহণ করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাড.ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা প্রসাশক মো. মোস্তাইন বিল্লাহ, বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ আবির হোসেন মোহাম্মদসহ সকল পেশার মানুষ। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।