২১ নভেম্বর ২০২৫, ১২:২০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
নিউজ ডেস্ক::মোংলায় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর দুর্যোগপূর্ণ মুহুর্তে আশ্রয়কেন্দ্রে জন্ম নিয়েছে এক শিশু কন্যা। নাম রাখা হয়েছে বুলবুলি।
জানা গেছে, শনিবার (৯ নভেম্বর) দিনগত মধ্যরাতে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে কন্যা শিশুটির জন্ম হয়। শিশুটির নাম রাখা হয় ‘বুলবুলি’।
শিশুটির মায়ের নাম হনুফা বেগম। আর বাবা বায়েজিদ শিকদার। শিশু কন্যা ও মা দুজনই সুস্থ আছেন। মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত মান্নান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।