১৩ নভেম্বর ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
বাকেরগঞ্জ প্রতিনিধি::বরিশাল জেলার বাখেরগঞ্জ উপজেলার মহিলাদলের সাবেক সভানেত্রী মির্জা খাদিজা বেগমের বহিস্কারাদেশ প্রত্যাহার করে নেয়া হয়েছে।
গত ৪ই নভেম্বর বিএনপি কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের নির্দেশক্রমে বহিস্কার আদেশ প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।
এখন থেকে দলীয় শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করার কাজে কার্যকর ভূমিকা পালন করার আহবান জানান।
উল্লেখ্যঃ ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা পরিপন্থি নিয়ম ভেঙ্গে বাকেরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করায় তাকে সেসময় দলীয় শৃঙ্খলা ভংঙ্গের অভিযোগে দল থেকে সাময়ীকভাবে বহিস্কার করা হয়েছিল।