২১ নভেম্বর ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
নিউজ ডেস্ক
বরিশালের বীর মুক্তিযোদ্ধা, সাবেক ছাত্রলীগ ও প্রবীন আওয়ামী লীগ নেতা, গন সঙ্গীত শিল্পী আক্কাস হোসেনের সার্বিক চিকিৎসার দায়িত্বভার গ্রহন করলেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
আজ রোববার বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আক্কাস হোসেনকে দেখতে যান মেয়র সাদিক আবদুলাহ।
এ সময় তিনি আক্কাস হোসেনের শারিরীক অবস্থার খোঁজ খবর নেন এবং হাসপাতালে উপস্থিত ছেলেদের সাথে কথা বলে পরিবারের সার্বিক খোঁজ খবর নেন। খোঁজখবর শেষে মেডিকেলের পরিচালকসহ অন্যান্য চিকিৎসকদের আক্কাস হোসেনের সুচিকিৎসার্থে যা যা করনীয় তার ব্যাবস্থা করার নির্দেশ প্রদান করেন মেয়র। প্রয়োজনে তাঁকে ঢাকায় পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার পরামর্শ দেন বিসিসি মেয়র সাদিক আবদুল্লাহ এক্ষেত্রে সবধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি বাংলাদেশ সুপ্রিমকোরর্ট বার এসোসিয়েশনের সদস্য এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল ও শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডা: বাকির হোসেন প্রমুখ