২১ নভেম্বর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোবারক হোসেন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালন করা হয়েছে।
৩ নভেম্বর রবিবার খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, জাতীয় ৪ নেতার স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পন ও তাদের স্মরণে নীরবতা পালনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত আসনের নারী এমপি বাসন্তি চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদারসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। জাতীয় ৪ নেতাসহ দেশের জন্য আত্মত্যাগীদের স্মরণ ও আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত নেতৃবৃন্দরা।