২১ নভেম্বর ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড.মোঃ ছাদেকুল আরেফিন ( আরেফিন মতিন)। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। রোববার ( ৩ নভেম্বর) বিকেল ৫ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক খবর বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে। খবব বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহামান্য রাস্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমতিক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ধারা ১০(১) অনুসাড়ে তাকে শর্ত সাপেক্ষে নিয়োগ করা হয়েছে।
রাস্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজের স্বাক্ষরিত ( রোববার,৩ নভেম্বর) প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে,উপাচার্য হিসেবে তারঁ মেয়াদ ৪ বছর হবে। তবে মহামান্য রাস্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে তৎপূর্বই বাতিল করতে পারবেন। উপাচার্য পদে তা৭র বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্ত হবে। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবে। এছাড়াও উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান নিবার্হী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।