২১ নভেম্বর ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোবারক হোসেন, খাগড়াছড়ি:
“সড়ক পরিবহন আইন-২০১৮ মেনে চলুন পুলিশকে সহায়তা করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চালক, যাত্রী ও মালিকদের সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেছে খাগড়াছড়ি ট্রাফিক বিভাগ।
৩ নভেম্বর রবিবার খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্তরে ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর সুপ্রিয় দেব এ লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণকালে খাগড়াছড়ি ট্রাফিক বিভাগের উদ্যোগে জনগণকে সচেতন করতে মাইকিং করা হয়।
খাগড়াছড়ি ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর সুপ্রিয় দেব সাংবাদিকদের বলেন, চালক, যাত্রী ও মালিকদের সচেতন করতে এক সপ্তাহ ব্যাপি লিফলেট বিতরণ শুরু করেছি। বিতরণ শেষে আইন অনুসারে আমরা কার্যক্রম শুরু করবো। সকল মানুষ যেনো সচেতন থাকেন তাই আমরা লিফলেট দিয়ে জানিয়ে দেয়ার চেষ্টা করছি। যাতে করে গাড়ি নিয়ে বের হওয়ার সময় প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে সাথে নিয়ে আসে।