২৬ জানুয়ারী ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন, ২৫শে রজব, ১৪৪৬ হিজরি, রবিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধি:-
আগৈলঝাড়ায় তৃণমুল পর্যায় থেকে দলকে সুসংহত ও শক্তিশালী করতে উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের ধারাবাহিকতার অংশ হিসেবে প্রথম দিন ৫নং রত্নপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের কাউন্সিল শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় ছয়গ্রাম স্কুল এ্যান্ড কলেজ মাঠে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো,আলী হোসেন হাওলাদারের সভাপতিত্বে সন্মেলনের উদ্বোধন করেন ওই ইউনিয়নের সভাপতি প্রভাষক অমিও লাল চৌধুরী। সম্মেলনে সাংগঠনিক দিক নির্দশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সহ সভাপতি উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন। সম্মেলনে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। সন্মেলনের দ্বিতীয় অধিবেশনে উল্লেখিত তিন ওয়ার্ডের ৫১ সদস্য বিশিস্ট পূর্নাঙ্গ কমিটি গঠন সম্পন্ন করা হবে।