২৩ এপ্রিল ২০২৪, ১০:৩২ অপরাহ্ন, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, মঙ্গলবার, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
নলছিটিতে গৃহবধূর হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ গাইবান্ধায় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বোরকা পরে বালিকা মাদরাসায় যুবক, ধরা পড়ে খেলেন গণপিটুনি ২৪ বছর কারাভোগ শেষে ভ্যান নিয়ে বাড়ি ফিরলেন ওলিউল কাতারের সঙ্গে ৫ চুক্তি ও ৫ সমঝোতা স্মারক সই পথিকের তৃষ্ণা নিবারণে নলছিটি ফ্রি পানির বুথ করছে বিডি ক্লিন দামুড়হুদায় স্থানীয় এমপির নিকট আত্নীয় হওয়ায় ঘোষনা দিয়ে উপজেলা আঃলীগের সাঃ সম্পাদকের মনোনয়ন প্রত্যাহার গোবিন্দগঞ্জে অটোবাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টা কালে জনতার হাতে ২ জন আটক জাটকা সংরক্ষণ কর্মসূচী উপলক্ষে জনসচেতনতা সভা অনুষ্ঠিত
নতুন করে ইয়াবার আনাগোনা বৃদ্ধি পেয়েছে।। ৫ জন আটক

নতুন করে ইয়াবার আনাগোনা বৃদ্ধি পেয়েছে।। ৫ জন আটক

দীর্ঘদিন ধরে চট্রগ্রামের সহ কক্সবাজারে নতুনভাবে ইয়াবাসহ অসামাজিককার্যকলাপে দিন দিন বৃদ্ধি পেয়েছে । আর এ সকল সাথে অসাধু পুলিশের গোপন মিশন রয়েছে বলে অভিযোগ ওঠেছে। বিভিন্ন হোটেল কামরায় নীরব দেহ ব্যবসা সম্প্রসারণ করছে এক শ্রেণির ভ্রমণ দেহ ব্যবসায়ী তরুণ -তরুণীরা। এদিকে গতি ২১ অক্টোবর১৯ অভিযানের মাধ্যমে ৫ জনকে গ্রেফিতার করেছেন।

র‌্যাবের সহকারী পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত পাঁচজনের মধ্যে চারজন বাংলাদেশি আর অন্যজন ভারতীয় নাগরিক। বাংলাদেশি চারজন হলেন রোজিনা (৫২) ও সাইমা (২৮) সম্পর্কে মা মেয়ে। শাহনাজ (৫০), সুমাইয়া ও (২১) এরাও সম্পর্কে মা মেয়ে, কুমল কর (২৮)ভারতীয় নাগরিক।

র‌্যাব কর্মকর্তা বলেন, ‘এরা পাঁচজন কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিলো। বাংলাদেশি চারজনই ঢাকার বাসিন্দা। অন্যদিকে ভারতীয় নারীর মাধ্যমে তারা ইয়াবা ভারতে পাচার করে। এসব কাজ তারা বহুবার করেছে বলে জিজ্ঞাসাবাদে জানা যায়।

তাদের জিজ্ঞাসাবাদে র‌্যাব কর্মকর্তা জানান, ভারতীয় নারী কুমল কর বাংলাদেশি রোজিনার সম্পর্কে ভাইয়ের মেয়ে। রোজিনা বাংলাদেশে বিয়ে করে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে। তবে ভারতের সাথে যোগাযোগ করে তারা ইয়াবা পাচার করে আসছে। কুমল কর গত ২৭ সেপ্টেম্বর দেশে এসেছে। গত (১৭ অক্টোবর) তারা কক্সবাজার গিয়ে ইয়াবা কিনে ঢাকায় চলে যাচ্ছিল।

অপরদিকে,বি-বাডিয়ার সানিয়া আক্তার অনি চট্রগ্রামেরসহ কক্সবাজারে আসলে সুমাইয়া সাথে ইয়ারসহ অসামাজিক কার্যকলাপে জড়িত রয়েছে বলে জানা গেছে। সম্প্রতিকালে সোনিয়া আক্তার অনি,নিঝুম চট্টগ্রাম খুলসী থানায় ইয়াবাসহ আটক করলেও পুলিশের গোপন রহস্য কারনে মুচলেকা দিয়ে চেড়ে দেয় বলে অভিযোগ জানা গেছে।যদিও পুলিশ এঘটনা অস্বীকার করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019