২১ নভেম্বর ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাকেরগঞ্জে তুলাতলা নদীতে ট্রলারের মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ হওয়া যুবকের লাশ দুদিন পরে নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়ছে।
নিখোঁজ জীবন চন্দ্র দাসের বাড়ি ভোলা সদর। উল্লেখ্য সোমবার সন্ধ্যা সাতটায় বাকেরগঞ্জে তুলাতলী নদীতে দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে পুত্র নিহত ও পিতা নিখোঁজ হয়। ঘটনার দিন তারা পরিবারসহ বরিশাল থেকে নিহতের ফুপু বাড়ী কলসকাঠী বেড়াতে যাওয়ার উদ্দেশে বাকেরগঞ্জের সাহেবগঞ্জ খেয়াঘাটের ট্রলারে ওঠে। খেয়াঘাট সংলগ্ন তুলাতলী নদীতে যাত্রীবাহী ট্রলার ও অপরদিক থেকে আসা ইট বোঝাই ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বরিশালের বেলতলার সূর্য চন্দ্র দাস (২) ঘটনাস্থলেই নিহত হয়। পিতা জীবন চন্দ্র দাস (৩৫) নিখোঁজ হন। থানা পুলিশ ঘটনাস্থল থেকে চালক আনছার হাওলাদার (৬০) ও সহযোগী সিদ্দিক ফকিরকে (৩০) গ্রেফতার করে।