২৬ জানুয়ারী ২০২৫, ১০:৪০ অপরাহ্ন, ২৫শে রজব, ১৪৪৬ হিজরি, রবিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই শ্লোগানকে সামনে রেখে আগামী ২৬ অক্টোবর বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিএমপি’র আয়োজনে কমিনিউটি পুলিশিং ডে সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে আজ রবিবার দুপুরে স্থানীয় পত্রিকার সম্পাদক ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএমপির অতিরিক্ত কমিশার প্রলয় চিশিম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জাহাঙ্গির মল্লিক , দৈনিক পরিবর্তন পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী মিরাজ, দৈনিক দক্ষিনঞ্চলের প্রকাশক , দৈনিক শাহানামার‘র সম্পাদক আবুল কালাম আজদ,দৈনিক সময়ের বার্তার প্রকাশক ও সম্পাদক এম.লোকমান হোসেন, বাংলা ভিশনের বরিশাল প্রতিনিধি শাহীন হাসান,দৈনিক কলমের কন্ঠ পত্রিকার বার্তা সম্পাদক মো:আরিফ হোসেন,ভোরের অঙ্গীকার পত্রিকার বার্তা সম্পাদক এম.আর.মন্টু,দৈনিক সুন্দর বন‘র বার্তা সম্পাদক এম.কে রানা,বরিশাল প্রতিদিনের যুগ্ন-বার্তা সম্পাদক ফাহিম ফিরোজ, মতবাদের বার্তা সম্পাদক গোপাল সরকার, বরিশাল বার্তার প্রধান বার্তা সম্পাদক আজাদ আলাউদ্দিন, অনন্দ টিভির বরিশাল প্রতিনিধি নাহিদসহ অন্যান্যরা।