২৩ এপ্রিল ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন, ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, বুধবার, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের নিউজ ডেস্ক
বরিশাল নগরের উপকণ্ঠে চরবাড়িয়া এলাকায় বিদ্যুতের টাওয়ার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। কীর্তনখোলা নদীর তীরসংলগ্ন চরবাড়িয়া এলাকায় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ওই ব্যক্তির নাম মো. রনি (৩৫)। তিনি নাটোরের লালপুর এলাকার বাসিন্দা।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, রনি বিদ্যুতের জাতীয় গ্রিডের টাওয়ারে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওসি আনোয়ার বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।