১৬ Jul ২০২৫, ০২:১৯ অপরাহ্ন, ২০শে মহর্রম, ১৪৪৭ হিজরি, বুধবার, ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
গোপালগঞ্জে দশম শ্রেণির এক ছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, কোটালিপাড়া উপজেলার দেবগ্রাম গ্রামের বিমল গাঙ্গুলীর ছেলে সৌরভ, উমাচরণ পূর্ণচন্দ্র সার্বজনীন উচ্চ বিদ্যালয়ের হোস্টেলে থাকতো। রোববার (৬ অক্টোবর) বিকেলে স্কুলের পাশের মাঠে খেলতে গেলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা সৌরভকে উদ্ধার করে কোটালিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।