১৯ মার্চ ২০২৫, ১২:১৭ অপরাহ্ন, ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি, বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক ঃঃরোহিঙ্গাদের গতিবিধি নিয়ন্ত্রণে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় ক্যাম্পভিত্তিক কাঁটাতারের বেড়া স্থাপনে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রামের হালিশহরের আর্টিলারি সেন্টারে ৪টি গোলান্দাজ ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান করেন সেনাপ্রধান। সেনা সদস্যদের সালাম গ্রহণ করেন তিনি। পরে বক্তব্যে সেনাপ্রধান বলেন, কোনো উস্কানিতে বাংলাদেশ পা দেবে না।
সেনাপ্রধান আরো বলেন, প্রায় ১১ লাখ রোহিঙ্গা টেকনাফের বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছে। তারা যখন তখন বাইরে যাচ্ছে। নানা ঘটনাই ঘটছে। এসব নিয়ন্ত্রণে আনার জন্য সরকার ব্যবস্থা নিয়েছে। তাদের চলাচল নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে।