২১ নভেম্বর ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি শহরের পেট্রোল পাম্প মোড়ে শনিবার দুপুরে ডিবি পুলিশের অভিযানে এক হাজার পিছ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে ।
আটককৃত মাদক ব্যবসায়ী শহরের পৌর এলাকার উত্তর কেস্তাকাঠির আবদুল গনি হাওলাদারের ছেলে মোঃ আল আমিন হাওলাদার।
ডিবি পুলিশের ভার প্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ সেলিম উদ্দিন বলেন আমরা গোপন সংবাদে জানতে পারি চট্টগ্রাম থেকে একটি ইয়াবার চলান ঝালকাঠিতে আসবে। আটকৃত মাদক ব্যবসায়ী চট্টগ্রাম থেকে ইয়াবা নিয়ে ঢাকায় আসে ঢাকা থেকে ঝালকাঠিতে আসে।গাড়িতে নামার সময় আমাদের দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।তাকে আমরা আটক করি তখন সে ইয়াবা আছে বলে জানান।জনসমক্ষে তল্লাশি চালিয়ে সাথে থাকা ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো ১হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়।যার বাজার মূল্য ৩ লাখ টাকা।
আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।