২১ নভেম্বর ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বরিশাল-ঝালকাঠি মহাসড়কের রায়াপুর এলাকায় রবিবার ১৬ ই জুন রাত ১টার দিকে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।নিহতরা হল সিএনজি চালক রাজাপুর উপজেলার উত্তমবাদ গ্রামের আব্দুল হকের ছেলে মোঃ আল-আমিন (৩৫) ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া ইউনিয়নের দেবত্র গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আলতাফ মুন্সী (৭০)।
স্থানীয়রা জানায় ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী সাকুরা পরিবহনের সাথে বরিশালগামী সিএনজি (মেট্রো থ ১১-১৩৬০) এর মুখোমুখি সংঘর্ষে হয় । সংঘর্ষে আহত দুজন উদ্ধার করে বরিশাল মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত্যু ঘোষণা করেন।
নিহতদের লাশ বরিশাল শেবাচিম হাসপাতালে রয়েছে। নলছিটি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।