২১ নভেম্বর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দামুড়হুদায় ট্র্যাক্টর ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত মোটরসাইকেল চালক রাজশাহীতে চিকিৎসারত অবস্থায় মারা গেছে।
শুক্রবার ভোরে দামুড়হুদার উপজেলার হাউলি ইউনিয়নের লোকনাথপুর গ্রামের জাকির হোসেনের ছেলে গোলাম রাব্বি (২৫) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। উল্লেখ্য
রাব্বি বৃহস্পতিবার সকালে মটরসাইকেলে প্রতিদিনের মতো পুরানো কাঁথা ক্রয়ের জন্য বিভিন্ন গ্রামে যাবার পথে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের জয়রামপুর দোয়ার পুকুরের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ইট ভাটার ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে সে পিচ রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসা জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আলমঙ্গীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।