২১ নভেম্বর ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাতীয় সংসদ নির্বাচন কালীন নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৪৭ জন নেতাকর্মীকে আদালত কারাগারে পাঠিয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জেলা ও দায়রা জজ, মো: জিয়া হায়দার তা নামঞ্জুর করে দামুড়হুদা উপজেলা জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাও আজিজুর রহমান,তার ছেলে জিয়াউর রহমান,জেলা জয়েন্ট সেক্রেটারী সাবেক উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আঃ কাদের,দামুড়হুদা উপজেলা আমির সাজেদুল ইসলাম,দর্শনা পৌর আমীর গোলজার হোসেনসহ ৪৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় ৬ নেতাকর্মীর জামিন দেন তিনি।অ্যাডভোকেট শাহাজাহান মুকুল (বিএনপি’র দলীয় আইনজীবী) বলেন, নাশকতা মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিনে ছিলেন বিএনপি জামায়াত নেতাকর্মীরা। আগামী রোববার আগাম জামিনের মেয়াদ শেষ হবে। তবে বৃহস্পতিবার ১০৭ জন নেতাকর্মী চুয়াডাঙ্গা জেলা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করলে এ সময় জেলা ও দায়রা জজ মো: জিয়া হায়দার এদের মধ্যে সাতজনকে জামিন ও বাকি ৪৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।