২১ নভেম্বর ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও কৃষি মন্ত্রণালযের এপিএ এক্মপার্ট পুলের সদস্য এবং ঢাকাস্থ দর্শনা পরিবারের উপদেষ্টা ড. হামিদুর রহমানের রত্নগর্ভা মা আম্বিয়া খাতুনের দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার দামুড়হুদা উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের হৈবতপুর নিজ গ্রামে বেলা ১১টায় মরহুমার নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পুর্ন করা হয়।এসময় নামাজের জানাজায় স্থানীয়রা ছাড়াও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধ মো: আজাদুল ইসলাম আজাদ, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী মুনছুর বাবু, পারকৃষ্ণপুর -মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম,দর্শনা প্রেসক্লাবের সহসভাপতি মাহমুদ হাসান রনি প্রমুখ। উল্লেখ্য বুধবার বিকাল ৪ টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন।(ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ২০২২ সালে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক রত্নগর্ভার সম্মানে ভূষিত হয়েছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জ্যেষ্ঠ পুত্র লুৎফর রহমানও একজন কৃষিবিদ ছিলেন এবং তিন মেয়ে জোবেদা খাতুন, আকলিমা খাতুন ও হালিমা খাতুন বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত।