২১ নভেম্বর ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্লা দেওয়া পাওয়ার টিলার খাদে পড়ে ৮ নির্মাণ শ্রমিক মারাত্মক জখম হয়েছে। বুধবার বিকাল ৫ টার দিকে উপজেলার উথলী ঢালাইয়ের কাজ শেষ করে ইঞ্জিনচালিত পাওয়ার টিলারে করে নিজ গ্রাম গঙ্গদাসপুর ফেরার পথে লক্ষীপুর পিরছিল।এসময় জীবননগর জামাল এগ্রো সামনে গাড়ি টি উল্ঠিয়ে রাস্তা থেকে খাদে পড়ে যায়।এবং ঘটনাস্থলে জীবননগর গঙ্গদাসপুর গ্রামের কালু (৪৫), শামীম (২৫), হাসান (২৩), কাজল (২৩), সোহাগ (২৮), মান্না (৩০), ওমিদুল (৩১) ও রাশেদুল (৩০) জখম হয়।
দুর্ঘটনার শিকার শামিম বলেন, আমরা উথলী থেকে ঢালাইয়ের কাজ শেষ করে ইঞ্জিনচালিত পাওয়ার টিলারে করে বাড়ি ফিরছিলাম। পৌরসভার লক্ষীপুর জামাল এগ্রোর কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে টিলারটি খাদে পড়ে যায়। স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আহতদের মধ্যে কালুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোরে রেফার্ড করা হয়েছে।
জীবননগর থানার ওসি এসএম জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।