২১ নভেম্বর ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেনঃ-
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতার শৈশবের বিদ্যাপীঠ বরিশালের আগৈলঝাড়া উপজেলার সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার সকালে স্কুল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, নিরবতা পালন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কৈলাশ চন্দ্র সেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কৃষক কুলের নয়নমনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কৈলাশ চন্দ্র সেনের সমাধিতে পুস্পমাল্য অর্পণ শেষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন গৈলা ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু তালুকদার, মুক্তিযোদ্ধা মোঃ শাহআলম মতি, সহকারী প্রধান শিক্ষক গোলাম সরোয়ার হোসেন, মাহমুদ আলম মিঠু, শিকা লিওনি শিখা শিকদার, শাহানাজ পারভীনসহ প্রমুখ।
প্রসংগত, ১৮৯৩ খ্রিঃ ২৩ জানুয়ারী কৈলাশ চন্দ্র সেন বৃটিশ সরকারের ম্যাজিস্ট্রেটের চাকুরী ছেড়ে এলাকার শিক্ষা প্রসারের উদ্যোগী হয়ে গৈলা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি শিক্ষকতায় আমৃত্যু নিবেদিত ছিলেন।