২১ নভেম্বর ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেনঃ-
‘ভালোবাসার উষ্ণতায় মুছে যাক শীতের তীব্রতা, ভালোবাসার উষ্ণতায় শুরু হোক নতুন বছর’ এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এ বছরও সারাদেশে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেংঙ্গুটিয়া গ্রামে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস আগৈলঝাড়া উপজেলা শাখার সমন্বয়ক লেখক ও সাংবাদিক সৈয়দ মাজারুল ইসলাম রুবেল,গ্রীন ভয়েস এর সহ-সমন্বয়ক মোঃ ইসমাইল হোসেন, সহ-সমন্বয়ক মোঃ ইয়াসিন তালুকদার, মোঃ জিদান তালুকদার, মোঃ মানিক তালুকদারসহ অন্যান্যরা। এ কর্মসূচির বরিশাল বিভাগীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আলী আহসান।গ্রীন ভয়েস এর প্রধান সমন্বয়ক আলমগীর কবির আজকের ক্রাইম নিউজ এর প্রতিনিধি বি এম মনির হোসেনকে বলেন, যাদের সামর্থ্য আছে তারা হয়তো শীতের তীব্রতা কে বুঝতে পারি না, কিন্তু অসহায়, দিনমজুর,অর্থকষ্টে আছে এমন মানুষেরা শীতের তীব্রতায় কষ্ট পায়,সামর্থ্যবান ব্যক্তিরা যদি স্ব-স্ব জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তবে এই শীতে অসহায়-দুস্থ মানুষেরাও একটু ভালো থাকতে পারে।