২০ নভেম্বর ২০২৫, ১১:৩২ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা! দর্শনায় দাড়ানো ট্রাকে আগুন ধরিয়েছে দুর্বৃত্তরা বিরামপুর রেলস্টেশনে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে সাংবাদিক সম্মেলন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বড় বোনের ইন্তেকাল
কেএমপি খালিশপুর থানা পুলিশের অভিযানে চোর সিন্ডিকেট গ্রেপ্তার

কেএমপি খালিশপুর থানা পুলিশের অভিযানে চোর সিন্ডিকেট গ্রেপ্তার

খুলনা থেকে নিজস্ব প্রতিবেদক ইমরান জামান কাজল।

কেএমপি’র খালিশপুর থানা পুলিশের অভিযানে ১৭৪ (একশত চুয়াত্তর) কেজি পুরাতন চোরাই লোহার রড এবং ৮৭ (সাতাশি) কেজি ক্যাবলযুক্ত ও ক্যাবল ছাড়া তামার তার উদ্ধারসহ ১৩ (তের) জন চোর গ্রেফতারঃ

আজ ১৬ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ ভোরে খালিশপুর থানা পুলিশের একটি চৌকস টিম কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত থানা এলাকায় হতে চোর চক্রের সক্রিয় সদস্য

১) শামিম উদ্দিন(৪৫), পিতা-আফতাব উদ্দিন, সাং-১নং নেভী গেট দিঘীর পাড়, থানা-খালিশপুর;

২) গোলাম রসূল(২২), পিতা-আলমগীর হোসেন, সাং-রেলওয়ে বস্তি, থানা-খালিশপুর;

৩) মোঃ সোহেল শেখ(২৪), পিতা-মৃত: হাসান শেখ, সাং-উত্তর কাশিপুর, থানা-খালিশপুর;

৪) মোঃ সজল হাওলাদার(১৮),পিতা-মৃত: বারেক হাওলাদার, সাং-আমতলী বাহাদুরপুর, থানা-নলসিটি, জেলা-ঝালকাঠি, এ/পি-সাং-প্লাটিনাম টিএনটি রোড, থানা-খালিশপুর;

৫) মোঃ ইমন হাওলাদার(২৪), পিতা-ইউনুস হাওলাদার, সাং-আলমনগর, রেল লাইনের পাশে, থানা-খালিশপুর;

৬) মোঃ শফিকুল ইসলাম(২৫), পিতা-মৃত: আবুল কাদের, সাং-মুজগুন্নি আবাসিক, থানা-খালিশপুর;

৭) মোঃ সজীব হক(২৫), পিতা-শামসুল হক, সাং- চিত্রালী কবরখানা রোড, থানা-খালিশপুর;

৮) মোঃ ইসমাইল হোসেন(৩০), পিতা-আবুল কালাম, সাং-আলমনগর, থানা-খালিশপুর;

৯) মোঃ ইলিয়াস(৩৬), পিতা-মৃত: মান্নান হাওলাদার, সাং-আমতলী, থানা-নলছিটি, জেলা-ঝালকাঠি, এ/পি সাং-বৈকালী পালপাড়া, থানা-খালিশপুর;

১০) ইদ্রিস খোরামী(৩৫), পিতা-মৃত: আইনাল খোরামী, সাং-বৈকালী পালপাড়া, থানা-খালিশপুর;

১১) মনির হোসেন(৩৩), পিতা-মোঃ নাসির, সাং-কাস্টমস বস্তি কলোনী, থানা-খালিশপুর;

১২) মোঃ শাহিন(৩৪), পিতা-মোঃ ফজলুল হক, সাং-কাস্টমস বস্তি কলোনী, থানা-খালিশপুর এবং

১৩) মোঃ মধু তালুকদার(২২), পিতা-মোখলেস তালুকদার, সাং-মুজগুন্নি, থানা-খালিশপুর খুলনা মহানগরীদের’কে ১৭৪ (একশত চুয়াত্তর) কেজি পুরাতন চোরাই লোহার রড এবং ৮৭ (সাতাশি) কেজি ক্যাবলযুক্ত ও ক্যাবল ছাড়া তামার তারসহ গ্রেফতার করা হয়।

খালিশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান যে, এ সকল চোর সিন্ডিকেটের সদস্যরা প্রায়শী বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে চুরি ও ডাকাতি কার্যক্রম পরিচালনা করে থাকে। বিভিন্ন প্রজেক্ট এর থেকে বিভিন্ন ধরনের মালামাল যেমন ব্যাটারি, স্পেয়ার পার্টস, লোহা,ইলেকট্রিক ও মেশিনারিজ ক্যাব, গাড়ির চাকা ইত্যাদি চুরি করে চোর সিন্ডিকেটের লোকজন বাজারে গিয়ে বিক্রি করে দালাল শ্রেণী দ্বারা শেখপাড়া বাজারে বিক্রি করে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত চোর চক্রের বিরুদ্ধে খালিশপুর থানার মামলা নং-০৯, তাং-১৫/০১/২০৪ খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১/৩৪ পেনাল কোড এবং খালিশপুর থানার মামলা নং-১০, তাং-১৫/০১/২০৪ খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১/৪১৩/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019