২১ নভেম্বর ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশী অভিযানে ইয়াবাসহ এক ব্যবসায়ি গ্রেফতার হলেও পালিয়েছে অপর সহযোগী ব্যবসায়ি। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি এবং পলাতক ব্যবসায়ির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম আজকের ক্রাইম নিউজ এর প্রতিনিধিকে জানান সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সফিউদ্দিন গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের কালাম পেসকারের বাড়ির পাশের রাস্তার উপর অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় ওই গ্রামের মৃত ইয়াকুব আলী খানের ছেলে শাকিল খানকে (৩৫) ২০পিচ ইয়াবাসহ আটক করে পুলিশ। এসময় শাকিলের অপর সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।এ ঘটনায় গ্রেফতারকৃত শাকিল খান ও পলাতক ব্যবসায়িকে আসামী করে মঙ্গলবার রাতেই এসআই সফিউদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন, নং-৫(৬.১১.২৩)। গ্রেপতারকৃত মাদক ব্যবসায়ি শাকিল খানকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।