২০ নভেম্বর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে ৫২তম জাতীয় সমবায় দিবস-২৩ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে র্যালি শেষে আলোচনা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। সমবায় দিবস উদযাপন যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমবায় ব্যাংক চত্বরে এসে সমাপ্ত হয়। পরবর্তীতে সমবায় ব্যাংক চত্বর, চুয়াডাঙ্গায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ড. জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন,জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন-৯)শিরিন নাইম পুনম, সহ সমবায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।