২০ নভেম্বর ২০২৫, ১১:৩২ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা! দর্শনায় দাড়ানো ট্রাকে আগুন ধরিয়েছে দুর্বৃত্তরা বিরামপুর রেলস্টেশনে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে সাংবাদিক সম্মেলন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বড় বোনের ইন্তেকাল
বানারীপাড়ায় বিএনপি -জামায়াতের অবরোধে জনগনের জান-মালের নিরাপত্তায় আ’লীগের মহড়া

বানারীপাড়ায় বিএনপি -জামায়াতের অবরোধে জনগনের জান-মালের নিরাপত্তায় আ’লীগের মহড়া

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়ায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে জনগনের জান-মালের নিরাপত্তায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন সড়কে দিনভর মোটরসাইকেল মহড়া দিয়েছেন। অবরোধের দ্বিতীয় দিন বুধবার (১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার দিকনির্দেশনায় জনগনের জান-মালের নিরাপত্তায় দলের বিভিন্ন স্তরের নেতার্মীরা পৌর শহর ও বরিশাল-স্বরূপকাঠি -বানারীপাড়া ভায়া ঝালকাঠির একাংশের আঞ্চলিক মহাসড়কসহ উপজেলার সলিয়াবাকপুর,সদর ও চাখার ইউনিয়নের বিভিন্ন সড়কে মোটরসাইকেল মহড়া দেয়। ওই মহড়ায় উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাজাহান হাওলাদার,উপজেলা যুবলীগ নেতা মুন্তাকিম লস্কর কায়েস এবং বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজ সহ উপজেলা ও পৌর যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এবং ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে অংশ গ্রহণ করেন। মহড়া শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা বিএনপি -জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে প্র্রতিবাদ এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিজয় অর্জন পর্যন্ত এভাবে সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তায় অতন্ত্র প্রহরীর মত মাঠে-ঘাটে-পথে-প্রান্তরে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলমের নির্দেশে জনগনের জান-মালের নিরাপত্তার জন্য উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদার নেতৃত্বে মঙ্গলবার (৩১ অক্টোবর) দিনভর পৌর শহর ও (বরিশাল-বানারীপাড়া) ভায়া স্বরূপকাঠি আঞ্চলিক মহা-সড়কসহ উপজেলার সলিয়াবাকপুর, সদর ও চাখার ইউনিয়নের প্রধান প্রধান সড়কে শতাধিক মোটরসাইকেলে দলের নেতা-কর্মীরা মহড়া দেয়। এছাড়া পৌর শহরের বন্দর বাজারে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম মোস্তফা সরদার এবং যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত লাল কুন্ডু ও অধ্যাপক জাকির হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা গত দুদিন ধরে সকাল থেকে দুপুর পর্যন্ত ও সন্ধ্যায় সর্তক অবস্থানে ছিলেন।
অপরদিকে অবরোধের প্রথম ও দ্বিতীয় দিন বানারীপাড়া উপজেলার কোথাও বিএনপি-জামায়াত বা তাদের অঙ্গ সংগঠনের কোন নেতা-কর্মীদের রাস্তায় দেখা যায়নি। আওয়ামী লীগ ও সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের সড়কে সারাদিন সরব উপস্থিতির কারণে যান চলাচল ছিলো স্বাভাবিক।
প্রসঙ্গত, সম্প্রতি প্রথমে স্থানীয় এমপিকে উপজেলা আওয়ামী লীগের শোকজ ও পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে জেলা আওয়ামী লীগের পাল্টা শোকজ দেওয়াকে কেন্দ্র করে বানারীপাড়ায় আওয়ামী লীগ দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। এর ফলে বিএনপি-জামায়াতের অবরোধে প্রথম দিন এমপি শাহে আলমের গ্রুপ ও দ্বিতীয় দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানার নেতৃত্বাধীন গ্রুপ শতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া দেয়। দুর্গা পূজা মন্দির পরির্দশনেও ৫ শতাধিক মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ি নিয়ে দুই গ্রুপ বানারীপাড়া ও উজিরপুরে পাল্টাপাল্টি শোডাউন করেন।
###

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019