২০ নভেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা! দর্শনায় দাড়ানো ট্রাকে আগুন ধরিয়েছে দুর্বৃত্তরা বিরামপুর রেলস্টেশনে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে সাংবাদিক সম্মেলন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বড় বোনের ইন্তেকাল
বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দুই উপজেলায় ১৭৪ মন্দিরে অনুদান প্রদান

বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দুই উপজেলায় ১৭৪ মন্দিরে অনুদান প্রদান

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উজিরপুর ও বানারীপাড়া উপজেলার সকল মন্দিরে অনুদান প্রদান করা হয়েছে। রবি,সোম ও মঙ্গলবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম ফারুক,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা এবং শেরে বাংলার দৌহিত্র আওয়ামী লীগের আর্ন্তজাতিক উপ-কমিটি ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য একে ফাইয়াজুল হক রাজুর নেতৃত্বে কয়েকশত মোটরসাইকেলে হাজারো নেতা-কর্মীদের নিয়ে দুই উপজেলার পূজা মন্দিরগুলো পরিদর্শন করা হয়। এসময় তারা ভক্ত,অনুরাগী ও পূজারীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বক্তৃতায় তারা সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে চলমান উন্নয়ন-অগ্রযাত্রা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিএনপি-জামায়াতসহ দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র-চক্রান্ত রুখে দিয়ে আবারও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে নৌকায় ভোট প্রার্থনা করেন। দল থেকে যাকেই নৌকার টিকিট দেওয়া হবে তার পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন এ তিন নেতা। এসময় বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা,সহ-সভাপতি ও বানারীপাড়া সদর ইউপি চেয়ারম্যান আ.জলিল ঘরামী ,সহ-সভাপতি ও চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, সদস্য ও সৈয়দকাঠি ইউপির সাবেক চেয়ারম্যান আ,মন্নান মৃধাসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের সহ¯্রাধিক নেতা-কর্মী ও সমর্থক তাদের সঙ্গে ছিলেন। কর্মীবান্ধব নেতা আলহাজ¦ গোলাম ফারুক,অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা ও একে ফাইয়াজুল হক রাজুকে কাছে পেয়ে সনাতন ধর্মালম্বীসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আবেগাপ্লুত ও উচ্চ¦সিত হয়ে ওঠেন। এদিকে প্রধানমন্ত্রীর উপহারের পাশাপাশি বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অনুদান পেয়ে উজিরপুর উপজেলার ১১৬ টি ও বানারীপাড়া উপজেলায় ৫৮টি মন্দিরে এবছর উৎসবমূখর পরিবেশে জাকজমকপূর্ণভাবে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। ###

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019