২০ নভেম্বর ২০২৫, ০৮:১০ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সুগন্দা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে ১৭ ই অক্টোবর মঙ্গলবার জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ ১২ হাজার মিটার জাল , ১০ কেজি ইলিশ মাছ ও একটি নৌকা জব্দ করেন।
অন্যদিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় এর অভিযানে ১২ হাজার মিটার জাল ৭ কেজি ইলিশ মাছ জব্দ করেন ঝালকাঠি সুগন্ধা নদীর দেউরী এলাকা থেকে।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন আমরা ২৪ ঘন্টা ঝালকাঠি সুগন্ধা নদীতে মা ইলিশ রক্ষার অভিযান চালিয়ে যাচ্ছি। কিছু অসাধু জেলার মা ইলিশ হত্যা করার জন্য নদীতে নামে।
আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে জাল ও মাছ জব্দ করি, আমাদের টের পেয়ে জেলেরা জাল ফেলে পালিয়ে যায়। তাই জেলেদের আটক করা সম্ভব হয়নি।
আজকে যে জালগুলো জব্দ করা হয় তার বাজার মূল্য
প্রায় চার লক্ষ টাকা। জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। জব্দকৃত নৌকাটি আমাদের হেফাজতে রয়েছে।
জব্দকৃত জাল পোড়ার সময় ঝালকাঠি জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা উপস্থিত ছিলেন। মাছগুলো তিনি এতিমখানায় বিতরণ করেন।