২০ নভেম্বর ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে নৌকার মনোনয়ন প্রত্যাশী আতিকুর রহমান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের চরসাধুকাঠী ইসলামীয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ, প্রভাষক, কর্মচারীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বাবুগঞ্জ উপজেলা উপজেলার শাখার কার্যনির্বাহী সদস্য ও বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক।
চরসাধুকাঠী ইসলামীয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের সাথে মতবিনিময় কালে সমাজসেবক আতিকুর রহমান বলেন, স্মার্ট বাংলাদেশ গঠন ও বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই নৌকা প্রতীকের মনোনয়ন দিবেন তাকেই ঐক্যবদ্ধভাবে জয়যুক্ত করা হবে বলে জানান। আতিকুর রহমান সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে সৎ ও নির্ভীক ব্যক্তিতে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে সংসদ সদস্য নির্বাচিত করতে আহ্বান জানান।
মতবিনিময় সভায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা মোঃ আব্দুল মতিন, দাতা সদস্য মোঃ আঃ মান্নান খান, বিদ্যোৎসাহী সদস্য মোঃ জাকারিয়া রেজা, মোঃ সাইদুর রহমান হাওলাদার, মোঃ আবু সালেক, অভিভাবক সদস্য মোঃ আনোয়ার হোসেন হেমায়েত, মোঃ এরশাদ হুসাইন, মোঃ হানিফ, শিক্ষক প্রতিনিধি প্রভাষক মোঃ মোক্তার হোসেন, সহকারী শিক্ষক মোঃ মনিরুজ্জামান খোকন, এবতেদায়ী শিক্ষক মোঃ আব্দুস সালাম, সদস্য সচিব মোঃ আঃ রাজ্জাক সহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।