২০ নভেম্বর ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়া জাতীয় জম্ম নিবন্ধন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে চত্তরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসীমরঞ্জন বিশ্বাস, উপজেলা আইসিটি কর্মকর্তা আমিনুল ইসলাম, শিক্ষক হাবিবুর রহমান, রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাসসহ উপজেলার ৫টি ইউনিয়নের ইউনিয়ন সচিবরা উপস্থিত ছিলেন।