২০ নভেম্বর ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় যাত্রীবাহি লোকার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীযাত্রীসহ কমপক্ষে ১২জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৬জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)মোঃ মাজহারুল ইসলাম জানান, বরিশাল থেকে ২ অক্টোবর সোমবার দুপুরে ছেড়ে আসা পয়সারহাটগামী যাত্রীবাহি লোকাল বাস ঝিনুক (ঢাকা মেট্রো ব-১১-০৪১) এর সাথে বরিশালগামী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৫-২০০৪) এর মুখোমুখি সংঘর্ষ হয়। আগৈলঝড়ার ফুল্লশ্রী গ্রামের মডেল মসজিদ এলাকায় বিকেল তিনটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী লোকাল পরিবহনের নারী যাত্রীসহ অন্তত ১২জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। অন্যান্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। দুর্ঘটনার পরপরই চালকেরা পালিয়ে গেছে। এ ঘটনায় কিছু সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলেও পুলিশ দ্রুত যান চলাচলের ব্যবস্থা করেছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মোঃ মাজহারুল ইসলাম পুলিশ পরিদর্শক তদন্ত।