২০ নভেম্বর ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
স্টাফ রিপোর্টার,
বরিশালের গৌরনদীতে দাম্পত্য কলহের জের ধরে দোলা বেগম (২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বড়দুলালী গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত গৃহবধূ দোলা উপজেলার বড়দুলালী গ্রামের ওমান প্রবাসী কিবরিয়া বেপারীর স্ত্রী। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। গৌরনদী থানার এসআই মোঃ আসাদুজ্জামান খান জানান, ছুটি নিয়ে গত এক মাস পূর্বে কিবরিয়া ওমান থেকে বাড়ি আসে। সে বিদেশে থাকা অবস্থায় স্ত্রী দোলা বেগমের কাছে সমস্ত টাকা পাঠায়। ওই টাকা দোলা তার মার কাছে দেয়। ছুটি নিয়ে কিবরিয়া খালি হাতে দেশে ফিরে স্ত্রীর কাছে পাঠানো সব টাকা চায়। স্ত্রী ওই টাকা দিতে ব্যর্থ হলে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। এর জের ধরে মঙ্গলবার স্বামী শ্বাশুড়ি বাড়ি না থাকার সুযোগে দোলা আধাপাকা বাথরুমের (টয়লেটে) রুয়ার সাথে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয়রা বাথরুমের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে লাশ উদ্ধার করে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে দোলার লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য দোলার লাশ বুধবার সকালে বরিশাল মর্গে প্রেরণ করা হবে।