সাইফুল ইসলাম, বাবুগঞ্জ ঃ
দীর্ঘ ৯ মাস পর বরিশাল জেলা ছাত্রদলের সভাপতির পদে পুনর্বহাল হলেন বাবুগঞ্জের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মাহফুজুর আলম মিঠু। শনিবার (২২ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তার স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।
চলতি বছরের ৮ এপ্রিল বরিশালে বালুমহলের দরপত্রকে কেন্দ্র করে এক সেনা সদস্যকে মারধর ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রসঙ্গ তুলে একটি অভিযোগ জমা পড়ে। অভিযোগের ভিত্তিতে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন এবং তাকে পরবর্তী ৬ মাসের জন্য সকল সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ২২ নভেম্বর ২০২৫ তারিখ থেকে তার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তিনি আবারো বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি পদসহ ছাত্রদলের পূর্বের সব সাংগঠনিক দায়িত্বে বহাল থাকবেন। পাশাপাশি দলের প্রাথমিক সদস্য পদও বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দীর্ঘ বিরতির পর ইঞ্জিনিয়ার মাহফুজুর আলম মিঠুর দায়িত্বে ফিরে আসাকে বরিশাল জেলা ছাত্রদলের নেতাকর্মীরা ইতিবাচকভাবে দেখছেন বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.