রাহাদ সুমন
,বিশেষ প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের প্রভাবে উপজেলার উত্তর নাজিরপুর গ্রামে একটি বসতবাড়ি সন্ধ্যা নদী গর্ভে সম্পূর্ণ বিলীণ হয়ে গেছে। জানা গেছে, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটের দিকে দেশজুড়ে হওয়া ভূমিকম্পে উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তর নাজিরপুর গ্রামে সন্ধ্যা নদীর তীরে বসবাসরত ব্যবসায়ী
আবু বকর ঘরামীর টিনকাঠের ঘর, বিভিন্ন প্রজাতির গাছপালা ও বেশ কয়েক শতক সম্পত্তিসহ বসত বাড়ি মুহুর্তের মধ্যে
নদী ভাঙ্গনে বিলীন হয়ে যায়। এসময় তার পরিবারের লোকজন ঘরের মধ্যে না থাকায় তারা বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পায়।
একই সঙ্গে ওই বাড়ির বানারীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক ও প্রতিবেশী মাহাতাব ফকিরদের বাড়ির একাংশ নদী ভাঙনের শিকার হয়। এদিকে ভূমিকম্পে গোটা বানারীপাড়াবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.