বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ক্রীড়া প্রেমীদের মাঝে ক্রিকেট ব্যাট, বল, স্টাম্প, হ্যান্ড গ্লাভসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমেদের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্রীড়া সামগ্রী গ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল খানপুরা ক্রিকেট টিমসহ স্থানীয় আরও কয়েকটি ক্রীড়া সংগঠন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমেদ বলেন, তরুণ সমাজকে মাদক, অপরাধ ও বিপথগামীতা থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও শৃঙ্খলার মাঝে ফিরিয়ে আনতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলা প্রশাসন সবসময়ই তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সহায়তা করে আসছে এবং ভবিষ্যতেও ক্রীড়া উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগে স্থানীয় ক্রীড়াবিদ, সমর্থক ও তরুণদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.